দূরে থেকেও প্রিয় মানুষটির মন জিতে নেওয়ার জন্য সবথেকে ভালো উপহারটি হল Bangla Love Status. অনেক সময় আমাদের মনে অনেক কথা থাকে যেগুলো যেগুলো সরাসরি আমরা বলতে পারিনা। তার জন্যই এই Bangla Love SMS এবং Shayari গুলোই আমাদের অনেক উপকার করে আমাদের না বলা কথা গুলো প্রকাশ করতে। Bong Shayari ওয়েবসাইট এর শায়ারী গুলো একদম আলাদা এবং মন ছুঁয়ে যাওয়ার মতো। আসা করবো তোমাদের এই শায়ারী গুলো খুবই ভালো লাগবে।
কি করে বোঝাবো কতটা ভালোবাসি আমি যখনি তোমার কাছে আসি Herat Beat বেড়ে যায় একেই হয়তো সত্যি কারের ভালোবাসা কয়
আমি তোমায় ভালোবাসতে চাই সারাজীবন পাশে থাকতে চাই সারাজীবন অনেক ভালোবাসবো তোমার পাশে থাকবো
জানিনা কি দিয়ে গড়েছে তোমায় ভগবান আমাদের ভালোবাসার কোরোনা অসম্মান সারাজীবন তোমায় অনেক সুখী রাখবো হাতটি ধরে সারাজীবন এক সাথে বাঁচবো
রাত যেমন চাঁদকে ভালোবাসে আকাশ যেমন বাতাসকে ভালোবাসে তেমনি আমিও একজন কে ভালোবাসি তার জন্য মরতেও রাজি আছি
সত্যি কারের ভালোবাসা পাওয়া বরো দায় মিষ্টি কথা বলে সবাই মন ভোলাতে চায় সত্যি কারের ভালোবাসা রূপ দেখে হয়না মিথ্যে ভালোবাসা বেশিদিন রায়না
তুমি আমার সেই কবিতা যাকে বুঝতে লাগে অনেক প্রতিভা তুমি আমার সেই আসা যাকে পেতে লাগে অনেক ভালোবাসা
তুমি হয়ে গিয়েছো আমার জীবন তোমায় আগলে রাখবো আমি সারাক্ষন তুমি আমার মনের আসা আমার জীবনের শেষ ভালোবাসা
যতই থাকো দূরে দূরে আছো আমার হৃদয় জুড়ে হৃদয় মাঝে সারাজীবন তোমায় আমি রাখবো এভাবেই সারাজীবন তোমায় ভালোবাসবো
পর করে দিওনা আমায় হৃদয় মাঝে রেখেছি তোমায় আমায় ছেড়ে দূরে চলে যেওনা আমার এই মনটি ভেঙ্গে দিওনা
তুই কোথায় জাবি বল যেথায় জাবি আমায় সঙ্গে নিয়ে চল তোকে ছাড়া ভীষণ একা লাগে আমার মনটি যে তোর কাছেই থাকে
একটা হৃদয় একটা আসা একটা আমার মন সেই মোনেতে থাকবে আমার কাছের প্রিয়জন প্রিয়জন বাধবে বাসা আমার মোনেতে কাটবে জীবন চলবো সাথে একিসাথে তে
আমায় ছেড়ে যেওনা দূরে কাছে তো আসো আদর করে আমায় তুমি ভালো তো বাসো ভালোবাসার নাম টি নিয়ে থাকবো চিরকাল মনের খাতায় চিঠি লিখবো সকাল ও বিকাল
ইচ্ছে করে আজ তোমায় ভালোবাসতে আজ ইচ্ছে করে মন খুলে তোমার সাথে হাসতে ইচ্ছে করে আজ আকাশের তারা গুনতে আজ ইচ্ছে করে বসে বসে তোমার কথা শুনতে
তুমি আমার চন্দ্র সূর্য আকাশের ওই তারা তোমায় ছাড়া মন আজ হয়েছে পাগল পাড়া তুমি আমার চাঁদের আলো আকাশের নীল পাখি মন চায় আজ বসে বসে তোমার ছবি আকি
চাঁদের কাছে আকাশ প্রিয়, পাখির কাছে ফুল তোমায় আমি ভালোবেসে করিনি কোনো ভুল দুঃখের কাছে দুঃখ প্রিয় সুখের কাছে সুখ স্বপ্নে আমার ভেসে ওঠে শুধু তোমার মুখ
আকাশে বাতাসে উড়ে শিউলি ফুলের গন্ধ ভালোবাসায় পাপ নেই তবু লোকে কোনো বলে মন্দ লোকের কথা শোনা না কান রাখো বন্ধ তোমার আমার ভালোবাসায় রয়েছে কতো ছন্দ
যদি কখনো ভুলে যাও আমাকে মনে রাখবো তোমার কথা, ভুলবোনা তোমাকে যদি চলে যাও অনেক দূরে খুঁজে নিবো তোমাকে পৃথিবী ঘুরে
মনের কথা মন কেনো কয়না এতো জ্বালা মন আর শয় না মনের কাছে মন তো থাকে না কোনো কাজেই মন তো লাগে না
অবুঝ মনের অবুঝ কথা, প্রকাশ করার নেই ভাষা মনের ভাষায় রয়ে গেছে অবুঝ মনের কতো আসা সব আসাই রয়ে গেছে বলার নেই কোনো ভাষা মনের ভাষা বুঝে নিতে হয়, হয়তো সেটা ভালোবাসা
নতুন দিনের নতুন স্বপ্ন, নতুন নতুন আসা সব কিছুই মিলে মিশে হয়েছে ভালোবাসা নতুন দিনের নতুন সব নতুন লাগে তোমাকে নতুন করে খুঁজে পেলাম আমার মন টাকে
কপালে ছুইয়ে দিবো সিঁদুরের ওই লাল এক সাথে বাধবো বাসা থাকবো চিরকাল বাসা আমাদের ভাঙবে না যতই আসুক ঝড় সারাজীবন থাকবো সাথে হবো না আমরা পর
মনটা আমার ছুটে ছুটে তোমার কাছে যায় শোনে না কারো কথা শুধু তোমাকেই চায় মনটা আমার বসে থাকে তোমার অপেক্ষায় একি সুরে বসে বসে কতো গান গায়
বাতাসে মিশে গেছে কতো সুরের গান সেই গানেতে লুকিয়ে আছে আমার এই প্রাণ গানের সুরে তোমার কথা বলি বার বার একটি জীবন একটি প্রাণ তুমি যে আমার আমি যে তোমার
মেঘলা আকাশে রোদের ছোঁয়া মিষ্টি হাসি দেয় ভালোবেসে আদর করে মনটা নিয়ে নেয় তোমার মুখের মিষ্টি হাসি আমার ভালো লাগে আমি যাকে ভালো ম্যাসেজ টি দিলাম আমি তাকে
রাতের বেলা চাঁদের আলো দেয় উকি ঝুঁকি তোমায় ভালো বেসে আমি হয়েছি সর্ব খুশি চাঁদের আলোয় মুখটা তোমার, আমার ভালো লাগে আমি যাকে ভালোবাসি ম্যাসেজ টি দিলাম আমি তাকে
দুটি মানুষের দুটি দিল তার মধ্যে কতো মিল দুটি মনের দুটি আসায় এক হয়েছে ভালোবাসায়
যতো দিন এই দেহে থাকবে নিশ্বাস তোমাকে নিয়ে করবোনা অবিশ্বাস কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না অবিশ্বাসের ভালোবাসা বেশিদিন রয়না
ওই বাবু একটু কথা বলনা আদর করে একটু ভালবাস না কাছে এসে একটু ভালোবাসবি বুকের ভিতর জড়িয়ে আমায় রাখবি
তোমার কথা মনে করি আমি নিরবে তোমার কাছে আসি আমি মনের অনুভবে আড়াল হলেই মিস করি চোখের প্রতি পলকে আমার সাথে আছো তুমি প্রতি নিশ্বাসে নিশ্বাসে
আগের মতো আদর করে একটু ভালোবাস না দূরে কোথাও যাসনা চলে একটু কাছে আসনা থাকবি তুই সারাজীবন আমার সাথে সাথে ছেড়ে চলে যাবিনা আমায় রাখবি পাশে পাশে
ওই সোনা রাগ করিসনা একটু কথা বলনা কাছে টেনে আদর করে একটু ভালোবাসনা তোর মুখের মিষ্টি হাসি দেখতে ভালো লাগে সারাজীবন যেনো এই হাসিটি তোর মুখে লেগে থাকে
একটু আধটু রাগ করি তোকে ভালোবাসি বলে সারাদিন মিস করি তুই থাকিস যখন দূরে সারাজীবন যত্ন করে আমায় আগলে আগলে রাখবি যতই দূরে থাকিস না কেনো আমার মনের মাঝে থাকবি
ভালোবাসা কাকে বলে আমি তা জানিনা কিন্তুু তোকে যে না দেখে আমি থাকতে পারিনা এটাই যদি ভালোবাসা হয় তবে আমি তোকে সত্যিই খুব ভালোবাসি
যদি তুমি ভালোবাসো মোরে তবে কখনো যেওনা চলে দূরে সারাজীবন আমায় তুমি বুকে টেনে রেখো আমার স্মৃতি মনের মাঝে যত্ন করে রেখো
পারবোনা ভুলতে আমি, তোমায় কোনো দিন ভালোবেসে তোমায় জিতে নিবো, থাকবেনা কোনো ঋণ
কিছু স্মৃতি কিছু পরিচয় ক্ষনিকের জন্যই হয় কিছু কথা কিছু ব্যাথা কখনো ভোলার নয়
ভালোবেসে করিনি কোনো ভুল তোমায় দিবো আজকে গোলাপ ফুল ফুলের মতো সুন্দর তোমার ওই মন আগলে রাখবো আমি সারাক্ষন
আজ মন চাইছে তোমার কাছে ছুটে যেতে আজ মন চাইছে তোমাকে কাছে পেতে জানিনা আবার কবে দেখা হবে দূরে থেকেও আমাদের ভালোবাসা অমর হয়ে রবে
আজ একটা কথা তোমাকে খুব বলতে ইচ্ছে করছে কি করে তোমায় বলবো বুঝতে পারছি না আমি সারাজীবন তোমার সাথেই থাকবো আমি সারাজীবন শুধু তোমাকেই ভালোবাসবো
যদি এটা সামান্য তবু গ্রহণ করো আমার এই ফুল সারাজীবন পাশে থাকবো, বুঝবো না তোমায় কখোনো ভুল শক্ত করে তোমার হাতটা ধরে ধরে রাখবো এভাবেই সারাজীবন তোমাকে আগলে রাখবো
এসে ছিলাম অনেক আশা নিয়ে ফিরবো অনেক ভালোবাসা নিয়ে আবার ফিরে আসবো তোমার কাছে থাকবো সারাজীবন তোমার পাশে পাশে
হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে সব কথা মুখে বলে দেওয়া যায়না হাজার কথার মাঝে ওই একটা কথা বুঝে নিতে হয়
আজ মনটা লাগছে খুব উরু উরু দিনটা আজ হয়েছে ভালো শুরু আজকের শুভ দিনে তোমাকে কাছে পাবো সারাটা দিন একসাথে হাতে হাত রেখে কাটাবো
এই মন আজ তোমায় দিলাম তোমার ওই মন আমি নিয়ে নিলাম যত্ন করে রেখো আমার এই মন আমিও আগলে রাখবো তোমার ওই মন
গোলাপ ফুল দিবো আমি তোমার হাতে কাটাবো সারাদিন এক সাথে আজ বসে বসে তোমার হাতের রেখা গুনবো আমি বসে বসে তোমার সকল কথা শুনবো
আমি তোমাকে খুব ভালোবাসি এখনো শুধু তোমারই আছি সারাজীবন তোমারই থাকবো এভাবেই তোমাকে ভালোবাসবো
তোমার মনের কথা আজ আমাকে খুলে বলো আমার হাতটা ধরে সামনের পথে এগিয়ে চলো পেছন ফিরে আর আমরা দেখবো না কোনো বিপদের পরোয়া আমরা করবো না
ভালো লাগে তোমার ওই মিষ্টি হাসি তোমার হাসির জন্য আমি চেয়ে থাকি ভালো লাগে তোমার ওই কাজল কালো চোখ যখন তাকাই, ভুলে যাই আমার সকল শোক-দোখ
আজ আমরা অনেক মজা করবো একটু কাছে এসে একটু আদর করবো আলগা করে তোমার হাতটা ধরবো আর বলবো,
হৃদয়ে লিখেছি আমি শুধু একটা নাম যেই নামতে জড়িয়ে আছে আমার এই প্রাণ হৃদয়ের এই নাম কোনো দিনো মুছবে না আমাদের ভালোবাসা কোনো দিনো ঘুচবে না
একটু কাছে আসবো, একটু পাশে বসবো তোমার চোখে চোখ রাখবো এভাবেই সারাজীবন তোমার দিকে তাকিয়ে থাকবো আর একটু আদর করে তোমাকে ভালোবাসবো
আকাশের চাঁদ প্রিয়, আমার প্রিয় তুমি তুমি ছাড়া আমার জীবন সুখনো মরুভুমি
যত দূরেই থাকো তুমি, পর কখনো হবেনা এই মন তোমার ছিলো তোমার আছে, অন্য কারো হবেনা সারাজীবন মনের মাঝে তুমি বাস করবে যত দূরেই থাকো তুমি, আমাকে মিস করবে ❤️
পৃথিবীর সব সুখ দিবো তোমায় কখনো ভুলে যেওনা আমায় বড্ডো ভালোবাসি যে তোমায়
বুকের মাঝে জড়িয়ে মনের দরজায় দাঁড়িয়ে ভাবি আমি সারাক্ষন কি করে বোঝাবো তুমি কতো যে আপন
তোমায় নিয়ে হারিয়ে যাব কোনো দূর অজানায় একসাথে বাঁধবো ঘর আমরা দুজনায় যেখানে তোমায় আমি নিজের করে পাবো বুকের মাঝে জিরিয়ে তোমায় অনেক ভালোবাসবো ❤️
পাখিরা সব ডানা মেলে উড়ে যায় আকাশে ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে এই মধুর বাতাসে মন চায় আজ পাখি হয়ে উড়ে যাই মন চায় তোমায় নিয়ে অচিন দেশে হারিয়ে যাই
কাজল কালো চোখ তোমার লাগছে beautiful খোঁপার মাঝে গেথে দিবো লাল গোলাপ ফুল লাল লাল ঠোঁট তোমার মিষ্টি মিষ্টি হাসি বিশ্বাস করো তোমায় আমি অনেক ভালোবাসি
যদি হতে চাও আমার প্রিয়জন কখনো ভঙ্গনা আমার এই মন যদি সত্যি আমায় ভালোবাসো হাতটি ধরে সারাজীবন পাশে থাকো ❤️
এই খোলা আকাশে, মিষ্টি মধুর বাতাসে মন চায় তোমায় নিয়ে হারিয়ে যাই নতুন করে তোমায় আবার খুঁজে পাই
সারাজীবন একসাথে পাশাপাশি থাকবো কাছে টেনে তোমায় আমি বুকের মাঝে রাখবো তোমায় নিয়ে একসাথে সুখের ঘর বাঁধবো এভাবেই সারাজীবন অনেক ভালোবাসবো
আমায় ছেড়ে যেয়োনাকো তুমি বহুদূরে তুমি আছো মনের মাঝে, আমার হৃদয় জুড়ে সারাজীবন তোমায় আমি মনের মাঝেই রাখবো যতো বাধা আসুক না কেনো, একসাথেই থাকবো ❤️
চাঁদের আলোর চেয়েও বেশি ম্মিষ্টি ভগবানের এক অপরূপ সৃষ্টি যাকে ভালোবাসে আমার এই মন সেই হলো তুমি, আমার জীবন
সময় একটু কম তাই ফোন করতে পারিনা তার মানে এটা নয়, তোমায় ভালবাসিনা যখন সময় আসবে তোমার কাছেই তো থাকবো ছোট ছোট মুহূর্ত গুলো অমর করে রাখবো
হয়তো তুমি আমার জীবনের আলো তাই তোমায় এতো লাগে ভালো জানিনা মন কেনো তোমাকে চায় দূরে গেলে শুধু তোমাকে হারায়
সত্যি খুব ভালোবাসি তাই তো বার বার কাছে আসি আমার মতো ভালোবাসা কোথাও গিয়ে পাবনা আমার মতো মনের মানুষ কেউ তোমার হবেনা
অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়। ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালোবাসা সৃষ্টি হয়। মাঝে মাঝে স্মরণ করলে, সম্পর্কটা মিষ্টি হয়।
আমি যেন বলি আর তুমি যেন শোন, জীবন জীবনে তার শেষ নেই কোন। দিনের আলো, আর কত রাত চন্দ্রাবতি আলো হয়, মেঘ হয় কথা যাই বলি।
“নদীর জল শুকিয়ে গেলে থাকবে শুধু বালি তুমি আমায় ভুলে গেলে ভুলবো না আমি অনেক ভালোবাসা আসবে যাবে জীবন পাঠশালায় আমার নামটা লিখে রেখো সবার নামের তলায় ।”
বাংলা শায়ারী romanticstatus
“ফুলকে নয় ভালোবাসো তার সুভাস, গান কে নয় ভালোবাসো তার কথা, পাখি কে নয় ভালোবাসো তার সূর, মানুষকে নয় ভালোবাসো তার মন, তাহলেই তুমি বুঝতে পারবে কে তোমায় ভালোবাসে সারাক্ষন ।”
রূপ কোথার রানী তুমি , ২ নয়নের আলো সারা জীবন এমন করে বেশে যাবো ভালো । তুমি আমার জীবন মরন,আমার চলার সাথি। তমাক ছারা ১ লা আমি কি করে থাকি ?
চোখ খুলি বা বন্ধ করিতুমি ই ভেসে আসো! মেয়ে তুমি আমায় কিএমনি ভালবাসো?
বিধাতার সুখের নিরে হোক তোমার বসবাস । স্বপ্ন গুলো সত্যি হয়ে কেটে যাক ১২ মাস । ইসছে গুলো ডানা মেলুক প্রজাপতির মতো। মুছে যাক তোমার জীবনের দুঃখ আছে যত।
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দূরে , মন খারাপ এর দিন গুলো দাও উরিয়ে অই আঁকাশের নীড়ে। অসীম শুখ বয়ে আনুক আসুক তোমার জীবন জুড়ে
গ্রীষ্মের ফুলগুলি , ভালোবাসার অঞ্জলি ।শরৎ এর গীতালি , হেমন্তের মিতালী ।শিতের পিঠাপুলি ,বসন্তের ফুল-কলি ,এমন করে ভরে থাক তোমার জীবনের দিন গুলি
মুখে তোমার দীপ্ত হাঁসি ফুল ফুটুক রাসি রাসি । হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাঁসে তেমন করে বন্ধু তোমার , জীবন যেন সুখের সাগরে ভাসে
কাঁদছি আমি মনে মনে , হাসছি শুধু মুখে .. ' হাসি দেখে সবাই বলে , । আছিস বড় সুখে ..' জিজ্ঞেস করে সবাই আমায় , , তুই কেন এত সুখি ? কি করে বলবাে তাদের ,সত্যিই যে আমি দুখি . কেউ বা আবার পাগল বলে , ' কেউ বা অন্য কিছু কিছুই আমার বলার নেই নীরব থাকি শুধু
আমি যেন বলি আর তুমি যেন শোন,
জীবন জীবনে তার শেষ নেই কোন।
দিনের আলো, আর কত রাত চন্দ্রাবতি
আলো হয়, মেঘ হয় কথা যাই বলি।
কষ্ট হলে গভীর রাতে
মাথা রেখো চাঁদের কোলে।
বেশি কষ্ট হলে চোখ রেখো তারার চোখে।
কষ্ট রেখো না বুকের মাঝে,
পাঠিয়ে দিও আমার কাছে।
সময়ের স্রতে যদি ভেসে যাই দূরে
বন্ধু তুমি কোনদিন ভুলিও না মোরে
বাস্তবতার কারনে যদি হয়ে যাই পর
কখনো ভাবিও না বন্ধু আমায় স্বার্থপর ।
দেখো চাঁদের দিকে;
কত যে কষ্ট তাঁর বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,,
কখনো সে জ্যোৎস্না হারায়
তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে
কারণ সে আকাশ কে ভালবাসে,
বৃষ্টির জন্য বসে আছি;
বৃষ্টির পখ চেয়ে আছি।
আজ বৃষ্টি নামবে।
আকাশ ভেঙে প্রবল বৃষ্টি নামবে আজ।
আকাশে মেঘ, বাতাসে স্তব্ধতা।
আমার আকাঙ্খা বৃষ্টি হয়ে তুমি আসবে
তুমি সুখী হলে এই আমি দূরে রব।
ভেবোনা না মিসে বিরহ চিরদিন দু:খ পাব।
হৃদয় কতনা রঙয়ের স্বপ্ন দেখে যায়।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে যদি নামে অকারন শ্রাবণ
ভেবে নেবে সব কিছু ভাগ্যের লিখন।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে আমি আর যাব না।
তুমি সুন্দর তাই মন ভরে তোমায় দেখি
তুমি অপূর্ব তাই দুচোখ দিয়ে তাকিয়ে থাকি
আর তাই তোমাকে আমি অনেক ভালোবাসি
আর তুমি আসবে সেই অপেক্ষায় সারাদিন পথ চেয়ে থাকি ।
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোড দিবো আনলিমিটেড ভালোবাসা………।।
যদি বলো আমার মনে পড়ে কতবার ?
আমি বলবো চোখের পাপড়ি নড়ে যতবার ।
যদি বলো আমায় ভালোবাসো কতো ?
আমি বলবো ওই আকাশে তাঁরা আছে যত ।
নদী খোঁজে সাগর, আকাশ খোঁজে চাঁদ
অন্তর খোঁজে ভালোবাসা, বাড়িয়ে দুটি হাত
কষ্ট খোঁজে দুক্ষ,সুখ খোঁজে হাসি-
আর আমার মন বলে সারাক্ষন তোমায় ভালোবাসি ।
তোমায় ভেবে হয় যে আমার প্রতিটি দিনের সূচনা
তোমায় ভেবে দু চোখে নামে স্বপ্ন রাতের জসনা ।
ভালোবাসার সাগর তুমি আমি অবুঝ মোহনা
তুমি ছাড়া মনের কথা কেউ তো আর বুঝে না ।
অল্প, অল্প মেঘ থেকে,
হালকা, হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট, ছোট্ট গল্প থেকে,
ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে, মাঝে ফোন করলে,
সম্পর্কটা মিষ্টি হয় ।
ভালোবাসা এসো ঘুমিয়ে পড় হে
আমার নিকটে এসে——
আমি জানি আমি তোমার প্রেমের জোয়ারে
গিয়েছি ভেসে~~~~~~~~
অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি, সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস,
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লিখা, অপুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষায় থাকা ।
অনেক পার্থনা করে পেয়েছি তোমায়, অনেক যত্ন করে রেখেছি তোমায়,
তোমাকে ভুলার কথা ভাবতেই পারি না, কারন ভাগ্যের রেখা থেকে ছিনিয়ে এনেছি তোমায়।
অন্য কারো সুখের কারন হয়ে আপনি যে সুখের অনুভুতি পান,
সেটিকেই সবচেয়ে বড় সুখ বলা হয় ।
অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই,
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই ।
অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো,
যতদিন বেঁছে থাকি তোমায় মনে রাখবো,
যত কষ্ট হোক সব মেনে নেবো,
তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো ।
অভিমান রাগ একমাত্র তার উপরেই করা যায়,
যাকে সবচেয়ে বেশী ভালোবাসা যায় ।
নমস্কার বন্ধুরা, আজ আমরা এই পোস্টের মাধ্যমে কিছু অসাধারণ প্রেমের শায়েরী নিয়ে আসে হাজির হয়েছি। যদি আপনি কিছু বেস্ট ভালোবাসার শায়েরী নিজের প্রেমিক-প্রেকিকার সাথে ভাগ করে নিতে চান তাহলে এই পোস্টটি শুদু আপনার জন্য। এখান থেকে bengali love shayari কপি করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস অথবা আপনাদের প্রিয় জনদের সাথে শেয়ার করতে পারেন।
আজ হটাত বৃষ্টি এলো ভিজে গেলো মন,
ভিজে গেলো সপ্নগুলো, ভিজলো চোখের কোন ।
বৃষ্টি ভেজা স্নিগ্ধ আকাশ, সৃতি কাড়ে মন,
হোক না বৃষ্টি অন্তরেতে হোক না সারাক্ষন ।
আমার অসীম ভালোবাসা শুধুই তোমার জন্য
ভালোবেসে আপন করো, তবেই আমি হবো ধন্য
ভালোবাসি তোমায় আমি ভালোবেসেই যাবো
আমার মনের একটাই আশা শুধু তোমাকেই পাবো।
Love Shayari in Bengali for Girlfriend
প্রেমিকের জন্য বাংলা ভালোবাসার শায়েরী
ভালোবাসার মাঝে সুখ আছে, ভালো থাকার মাঝে কষ্ট আছে
দুরে রাখার মাঝে টান আছে মনে রাখার মাঝে প্রান আছে৷
ফুল চাই ফুটত পাখি চায় উড়ত মন চায় হাসতে হৃদয় চায়
তোমায় ভালোবাসতে।
Bengali Love Shayari for Couple
ঝিরি ঝিরি বৃষ্টি পরে তোমার কথা মনে পড়ে,
বলো তুমি কেমন আছো আমাকে কি ভুলে গেছে৷
Romantic Love Shayari in Bengali Medium
Bangla Love Story Shayari
দিন যায় রাত আসে স্বপ্নে দেখি তুমি পাশে তোমায়
যখন ছুঁতে যাই স্বপ্ন তখন ভেঙে যায়।
Romantic Shayari for Love in Bengali
কিছু সেরা বাংলা প্রেমের শায়ারি – Bengali Romantic Shayari
বলবোনা ভালোবাসি, করবো না জোর।
ইচ্ছা হলে ফিরে আসিস, জায়গাটা শুধুই তোর ৷
পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ,
কিন্তু আমার কাছে তুমিই আমার পুরো দুনিয়া ..”
রাত নয় চাদ আমি, সেই চাদের আলো তুমি। মাটি নয় ফুল আমি,
সেই ফুলের কলি তুমি। আকাশ নয় মেঘ আমি, সেই মেঘের বৃষ্টি তুমি।
এভোবই মিশে থাকব, তুমি আর আমি।
Bengali Love Shayari in English Font
চাঁদ তমি যেমন রাতকে ভালোবাসো, আমিও তেমনি একজনকে ভালবাসি।
তোমার ভালবাসা যেমন কেউ বোঝেনা তেমনি আমার ভালবাসা ও সে বোঝেনা।
Sad Love Shayari in Bengali
মন is not সরকারী, it is very দরকারী, যাকে তাকে do not দান,
হারিওনা your মানসম্মান. মনটা দেবে just তাকে, love করবে যে only তোমাকে।
Romantic Shayari for Gf in Bengali – বাংলা রোমান্টিক শায়েরী
উড়ো মেঘের গায়ে গায়ে, তোর চিঠি থাক লেখা।
ইচ্ছেমত নেব পড়ে, থাকব যখন একা।
যদি তুমি ভালোবাসো মোরে তবে কখনো যেওনা চলে দূরে সারাজীবন
আমায় তুমি বুকে টেনে রেখো আমার স্মৃতি মনের মাঝে যত্ন করে রেখো
রোমান্টিক ভালোবাসার শায়ারি প্রেমিকার জন্য
লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার
নাম হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান
তুমি আমার জান আমি আমার আশা তোমার জন্য
রইল আমার অনেক ভালোবাসা
Romantic Shayari for Gf in Bengali, ভালোবাসার শায়ারি
Emotional Love Shayari in Bengali
আমাকে ছাড়া যদি সুখি হতে পারো, তাহলে আর ফিরে এসো না।
কিন্তু আমি হীনা তুমি যদি কষ্টে থাক, তবে ফিরে এসো
আগের মতোই ভালোবাসবো তোমাই কথা দিলাম।
তোকে চাই ভালোবাসাতে তোকে চাই হাজার কষ্টের মধ্যে তোকে চাই প্রতিটা আনন্দের মূহুর্তে
তোকে চাই আমার কষ্টের সঙ্গী হিসাবে তোকে চাই প্রতিটা সকালে তোকে চাই সারাটাজীবন এর জন্য।
জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি
জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছো তুমি।
মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন ৷
একটা সুন্দর মনের দেখা পাবো বলে অপেক্ষাই আছি সারাক্ষণ
Bhalobasar Shayari Bangla
বাংলা রোমান্টিক লাইন – Love Shayari Bengali
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে হিসেবে বেহিসাবে তোমাকে খুঁজি,
হারালে আড়ালে-আড়ালে কোথায় ফিরে তুমি আর আসবে না বুঝি।
Romantic Love Shayari in Bengali
খুঁজিনি কারো মন, তোমার মন পাব বলে, ধরিনি কারো হাত,
তোমার হাত ধরবো বলে| হাঁটেনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে
কাউকে বাসিনি ভালো, তোমাকে ভালবাসি বলে|
পৃথিবীটা তোমার থাক পড়লে একটু নীল দিও,
আকাশ টা তোমার থাক পড়লে একটু তারা দিও
মেঘটা তোমার থাক পড়লে একটু ভিজতে দিও
মনটা তোমারি থাক পড়লে একটু জায়গা দিও1
Bhalobasa Shayari Bangla – প্রেমিকেরদের জন্য ভালোবাসার শায়েরী
ভালোবাসা মানে সবার মাঝে থেকেও তোকে নিয়ে গড়ে তোলা অন্য একটা পৃথিবী…
ভালোবাসা সত্যি হলে দুরুত্ব যতই হোক না কেন!
ভালোবাসা কখনো কমে যাই না
ভালোবাসার জন্য কিছু সেরা লাইন
তোমায় দেখে মনের মাঝে উঠলো প্রেমের ঝড়
আপন করে রাখবো তোমায় হতে দিবনা পর
ও আমার জানের ময়না পাখি তুমি ছাড়া কেমনে,
একা থাকি, আমাকে দিও না আর ফাঁকি এখনো অনেক কথা বলা বাকি
Romantic Shayari in Bengali With Images
“তুমি আমার স্বপ্ন ওগো তুমি আমার আশা
তুমি আমার এই জীবনে প্রথম ভালবাসা।”
Best Shayari in Bengali Medium for Lovers
কিছু অসাধারণ বাংলা শায়েরী ফটো
“মেঘলা আকাশ একলা আমি। একলা আমি একলা আমার মন।
ভাবছি কবে তুমি হবে, আমার আপনজন।”
Bangla Shayari Image for Status
Couple Love Shayari in Bengali Medium
সেরা বাংলা শায়েরী
কেমন করে চাইলে তোমায় নিজের করে পাবো?
আমার মতো তুমি ও কি সেই একই কথা ভাবো ?
Bangla Shayari
Best Bangla Romantic Shayari
“তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস।
খুব কাছেই আছি আমি ইচ্ছে হলেই ডাকি।”
Sad Love Shayari in Bengali
Best Bengali Shayari on Romantic Love
অন্য কাউকে পায়নি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয়,
তোমাকে ভালোবাসি বলেই অন্য কাউকে পেতে চাই না!
Valobasar Shayari Bangla
“উড়ো মেঘের গায়ে গায়ে, তোর চিঠি থাকে লেখা।
ইচ্ছেমত নেব পড়ে, থাকব যখন একা।”
Premer Shayari in Bengali
তোমায় দেখে মনের মাঝে উঠলো প্রেমের ঝড়
আপন করে রাখবো তোমায় হতে দিবনা পর
প্রেমিকার জন্য বাংলা শায়েরী ও কিছু রোমান্টিক লাইন
একটি বাগান একটি ফুল একটি ফুলের তোড়া
তাহার মাঝে থাকবে তুমি পাপড়ি দিয়ে মোড়া।
কোনদিনও পাপড়ি ছিঁড়ে করবো না যে ভুল
কারণ তুমি আমার কাছে লাল গোলাপের ফুল
Bangla Shayari for Girlfriend
“রাত নয় চাদ আমি, সেই চাদের আলো তুমি।
মাটি নয় ফুল আমি, সেই ফুলের কলি তুমি।
আকাশ নয় মেঘ আমি, সেই মেঘের বৃষ্টি তুমি।
এভোবই মিশে থাকব, তুমি আর আমি।”
Best Shayari in Bengali for Whatsapp
ফুল দিয়ে পুজা হয়, পাতা দিয়ে নয়।
মন দিয়ে প্রেম হয়, রুপ দিয়ে নয়।
তাই তো কাজী নজরুল কয় ভালবেসে এগিয়ে যাও
নেই কোনো ভয়, একদিন হবেই ভালবাসার জয়।
Romantic Bengali Shayari with Rose Background
Bangla Premer Shayari – বেস্ট বাংলা শায়েরী
বন্ধু মানে স্বপ্ন বন্ধু মানে আশা বন্ধু মানে
তোমার প্রতি আমার ভালোবাসা ৷
প্রেম নিয়ে সেরা বাংলা শায়েরী
ভালোবেসে করিনি কোনো ভুল তোমায় দিবো আজকে গোলাপ ফুল,
ফুলের মতো সুন্দর তোমার ওই মন আগলে রাখবো আমি সারাক্ষন!
Bhalobaser Shayari, Romantic Shayari in Bengali Medium
সেরা বাংলা শায়েরী প্রেমের
স্বপ্ন গুলো দিলাম তাতে আরো দিলাম আশা
মনের মত সাজিয়ে নিও আমার ভালোবাসা1
Bangla Shayari with Couple Sitting in Background
Best Collection of Shayari in Bengali
“যত্ন করে লিখলাম বন্ধু মন দিয়ে পড়ো,
পড়ার পরে হৃদয় দিয়ে আমায় মনে করো,
তোমার কাছে কে প্রিয় জানিনাতো আমি,
কিন্তু আমার কাছে সবার চেয়ে প্রিয় বন্ধু শুধু তুমি ৷”
কাগজের নৌকাটা না হয় খেলনা কিন্তু
তোমার দেখানো স্বপ্নগুলো কি ফেলনা?
“আকাশ ভরা লক্ষ তাঁরা মিটিমিটি হাসে,
ঘুমের ঘোরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে।”
“প্রয়োজন কমে গেলে কমে যায় ফোন
জিজ্ঞাস করলে বলে সে নাকি ভীষণ ব্যাস্ত এখন।”
Bhalobasa Shayari in Bangla
“ভালোবাসা শুধুমাত্র একটা শব্দ! যতক্ষণ না কোনো স্পেশাল
একজন মানুষ আপনার জীবনে এসে এটার মানে বুঝিয়ে দেয়।”
ভালোবাসতে মন লাগে কিন্তু
তাকে টিকিয়ে রাখতে মনের জোর লাগে।।
তোমার হয়ে আছি আমি তোমার হয়ে থাকবো
সারা জীবন তোমায় আমি ভালোবেসে যাবো
পাশে থেকো সারাজীবন” দূরে যেওনা তোমায়
ছাড়া একটু আমার ভালো লাগে না..!
“তোমায় নিয়ে স্বপ্ন আমার ,তোমায় নিয়ে যত আশা
তোমাকে দিলাম আমার হৃদয় ভরা ভালোবাসা।”
ভালোবাসার উপর সেরা বাংলা শায়ারি
মনের মত পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার আর
মনের মত মানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা!
“ভালবাসা মানে আবেগের পাগলামি
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ।
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা
ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।”
“ভালবাসা মানে শুধু Romance করা নয়
ভালবাসা মানে নিজের থেকেও বেশি
কাছের মানুষটির খেয়াল রাখা।”
Valobasar Romantic Shayari in Bangla
একজন মানুষ আপনার জীবনে এসে এটার মানে বুঝিয়ে দেয়।”
ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব পাসওয়ার্ড একটাই বিশ্বাস
Sad Love Shayari in Bangla
“অচেনা পাখি হয়ে বেধেছিলে বাসা,
নিয়ে গেল মন তুমি ভেঙ্গে দিলে আশা।
কার আকাশে এখন তুমি মিষ্টি গান গাও,
মন ভেঙ্গে তুমি কি সুখ পাও?”
Sad Shayari in Bengali Medium
Best Bengali Shayari on Romantic Love
“দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুজি
আড়ালে আড়ালে কোথায় হারালে
ফিরে তুমি আর আসবে না বুঝি!”
ভালবাসা হলো এমন একটি মায়া তুমি যত দুরে যাবে যাবে
ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে
পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে
ভালোবাসার মাঝে সুখ আছে ভালো থাকার মাঝে কষ্ট
দূরে থাকার মাঝে টান আছে আর মনে রাখার মাঝে প্রাণ আছে
তাই মনে রেখো
New Bengali Romantic Shayari
“কাউকে সারাজীবন পাশে পেতে চাও ভাহলে
প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে তাকে আপন করো।”
“মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখা
হৃদয় মাঝে ছোট করে আমার ছবি এঁক ।”
আরো পড়ুন – Love Shayari in Bengali
“তুমি আমার রঙ্গিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি,
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালবাসার আর গোলাপ ফুল।”
Bengali Romantic Shayari for Couple
রোমান্টিক ভালোবাসার বাংলা শায়েরী
বন্ধু মানে স্বপ্ন বন্ধু মানে আশা বন্ধু মানে
তোমার জন্য আমার ভালো থাকা
”মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি…”
গল্প গুলো বলবো তোমায় জোছনা রাতের এই নিরালায়
তুমি আমি দুজন মিলে স্বপ্ন নিয়ে ভাসবো চাঁদের ভেলায়৷
ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।
Best Bengali Shayari in Bangla Font
তোমার জন্য রইলো আমার সপ্ন ভেজা ঘুম
একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম
Bengali Shayari For Lover – সেরা বাংলা শায়েরী
যদি দেখা না হয় ভেবো না দুরে আছি ..
যদি কথা না হয় ভেবো না ভুলে গেছি..
যদি না হাঁসি ভেবো না অভিমান করেছি..
যদি ফোন না করি ভেবো না হারিয়ে গেছি..
শুধু মনে রেখো খুব ভালোবাসি তোমায়..
Bangla Shayari on Sad Love
ফুল লাল পাতা সবুজ, মন কেন এত অবুঝ
কথা কম কাজ বেশী, মন চায় তোমার কাছে আসি
মেঘ চায় বৃষ্টি চাঁদ চায় নিশি মন বলে আমি তোমায়,
অনেক ভালোবাসি
Bengali Shayari
Best Bangla Shayari on Friendship
বন্ধু হোলো সবার প্রিয় বন্ধু অনেক দামি,
বন্ধু মানে খুশীর আমেজ একটু পাগলামি।
বন্ধু মানে একলা দুপুর বৃষ্টি রিমঝিম,
বন্ধু মানে তুমি-আমি বন্ধু Everything
Best Shayari for Friend in Bengali Medium
বন্ধু তুমি আমার কাছে ভালো থাকার আরেক নাম,
তোমার ছোয়ায় এক নিমেষে উধাও হাজার অভিমান
Bondhutter Bangla Shayari
Sad Love Shayari in Bengali
মানুষ প্রশংসা করে লোভে..সমালোচনা করে
অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে..!
চাই না আমার জন্যে তোর স্বপ্ন গুলো নষ্ট হোক,
আর করবো না বিরক্ত তুই ভালো থাকিস,
তোর সব স্বপ্ন গুলো পূরণ হোক!
মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু
বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না।
“বুঝলে প্রিয়, কেউ কল্পনায় আগলে রাখ
আবার কেউ বাস্তবে পেয়ে অবহেলা করে ।”
“সময় পেলে খোঁজ নেওয়াটা হলো প্রেম আর
সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা ।”
“ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি,
রাগ আমারও ছিলো কিন্তু আমি দেখায় নি।
ভুলে যেতে আমিও পারতাম, কিন্তু চেষ্টা করিনি,
কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি ।”
Sad Love Bangla Shayari
“যতো ভালবাসা পেয়েছি, তোমার কাছ থেকে।দুষ্টু এই মন চায়,
আরো বেশি পেতে। কি জানি, তোমার মধ্যে কি আছে।
কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে ।”
“আমি ছিলাম, আমি আছি, আমি
থাকবো শুধু তোমারিই জন্য ।”
“পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ ,,
কিন্তু আমার কাছে তুমিই আমার পুরো দুনিয়া ।”
মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে
ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয় ।”
“তোমার থেকে আমার বেশি কিছু চাওয়ার নেই
শুধু আমাকে একটু ভালোবাসা আর সময় দিও , আমি এতেই খুশি।”
“নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়,
প্রজাপতির রঙ্গীন ডানায়, ফালগুনের ফুলের মেলায়,
একটা কথা তোমাকে জানাতে চাই ।”
রোমান্টিক বাংলা শায়েরী – Love Shayari Bangla
“তুমি ভাবতেও পারবে না কতটা ভালবাসি তোমাকে।
সারাদিন শুধু তোমার কথাই ভাবি।”
প্রেম করেছো তুমি, মন দিয়েছি আমি,
তবে কেন এতো অভিমান, তুমি বিনা বাঁচে না,
আমার এই প্রাণ, মন থেকে বলছি,
যার রাগ বেশি সে নিরবে অনেক ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।
যার কাছে তোমার সম্মান ও গুরুত্ব সবার আগে…
তার কাছ থেকে পাওয়া ভালোবাসার মূল্য অনেকখানি
আমার মেঘলা আকাশ..মেঘলা মন শুধু তোমায়
খোঁজে সারাক্ষণ
Bengali Shayari for Romantic Couple
মনের মাঝে প্রেম..প্রেমের মাঝে জীবন..জীবনের মাঝে আশা..
আশার মাঝে ভালোবাসা..আর ভালোবাসার মাঝে শুধুই “তুমি”
Love Romantic Shayari in Bengali Medium
Romantic Bangla Shayari for Couple
প্রেমে পড়া খুব সহজ কাজ কিন্তু
কঠিন হল নি:স্বার্থভাবে ভালোবেসে যাওয়া
নতুন মানুষ পাওয়ার পরেও যদি পুরোনো মানুষকে ভুলতে না পারো,
তাহলে জানবে সেই মানুষটির থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারেনি।
ভালোবাসা নিয়ে কিছু সেরা লাইন ও বাংলা শায়েরী
যে তোমাকে খুব ভালোবাস তাকে ধোকা দিওনা
নিজকে একবার প্রশ্ন করো যে পৃথিবীতে এত মানুষ থাকতেও
সে কেন তোমাকে ভালোবাসলা?
Bye বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে Reply
পাওয়ার আশা আশা করাটাই হয়তো ভালোবাসা
হৃদয় জুড়ে আছ তুমি, সারা জীবন থেকো!
আমায় শুধু আপন করে, বুকের মাঝে রেখো।
Tow Lines about Love Shayari in Bengali
যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়,
তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়।
ভাবতে অবাক লাগে, না তোকে চিনতাম
না তোকে জানতাম কিন্তু আজ
তোর সঙ্গে এক মুহুর্ত কথা না বলে থাকতে পারিনা।
আমি ছিলাম আমি আছি আমি থাকবো শুধু তোমারই জন্য।
উড়ো চিঠি তোমার নামে, পাঠিয়ে দিলাম নীল খামে;
ইচ্ছে হলে পড়ে দেখো, পাড়লে মনে একটু রেখো।
Bhalobasa Shayari Bangla
Sad Love Shayari in Bengali
যদি আস্তে আস্তে কমে যাই কথা আর গল্প তবে
বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প।”
আজকেও সেই দিনগুলো ভেবে হেসে ঊঠি
যেদিন তোমার সাথে প্রথম দেখেই প্রেম হয়ে গিয়েছিল।
তোমাকে অনেক কিছু বলার আছে
কিন্তুু কখনও তোমায় পাই না
আবার কখনও শব্দ খুঁজে পাই না।”
ভালোবাসা নিয়ে শায়ারি – Bengali Shayari on Love
যখন ভালোবাসা বেহিসাব তখন হিসাব কিসের দিবো।
আর যে নিজেই একটি গোলাপ তাকে গোলাপ কি দিবো
Bangla Shayari on Love
Bengali Shayari on Love for Whatsapp
তোমার জন্য ভালোবাসা তোমার জন্য স্বপ্ন..
তোমার জন্য মনের মাঝে আছে হাজার হাজার গল্প।
Love Shayari Bangla
তোকে ভালোবাসি শত বারানও তোর যেবা দূরে যাবো না, হাজার বারনেও..।
তুমি আমরা নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসা প্রথম গোলাপ ফুল
লোক সমাজে এখন আমি করি না আর ভয়,
তোমায় নিয়ে ভালোবাসার করবো আমি জয়
তোমায় নিয়ে চলে যাবা দূর বহুদূর..
শুধু আমায় দিত্ত জায়গা তোমার মনের ঘরে..!