Bengali 100 Love Sms || New Bengali Love Sms For Girlfriend
যতো ভালবাসা পেয়েছি, তোমার কাছ থেকে।
দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে।
কি জানি, তোমার মধ্যে কি আছে।
কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥
💚💚💚💚💚💚💚💚💚💚
পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো।
শুধু একবার বল, ভালোবাসিস আমায়?
প্লীজ বল পেত্নি।
💚💚💚💚💚💚💚💚💚💚
জীবন এক বিরক্তিকর অধ্যায়।
তবুও পরবর্তী পরিচ্ছেদে
তুমি আছ ভেবে পাতা উল্টাই।
💚💚💚💚💚💚💚💚💚💚
আমি যদি রাবার হতাম তোমার জীবনের
সব কষ্ট গুলো মুছে দিতাম……….
আর যদি পেন্সিল হতাম তোমার
জীবনের সুখ গুলো সুন্দর ভাবে লিখে দিতাম.
💚💚💚💚💚💚💚💚💚💚
ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি,
রাগ আমারও ছিলো কিন্তু আমি দেখায় নি।
ভুলে যেতে আমিও পারতাম, কিন্তু চেষ্টা করিনি,
কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি।
💚💚💚💚💚💚💚💚💚💚
ভালোবাসার অর্থ কি? বলতে পারিস??
ভালোবাসার অর্থ যদি হয় সারাদিন
তোকে মিস করা তাহলে ভালোবাসি তোকে…!!
ভালোবাসার অর্থ যদি হয় চোখ বুজলেই তোর
মুখটি আকাশের মতো
ভেসে উঠা তাহলে ভালোবাসি তোকে…!!
ভালোবাসার অর্থ যদি হয় সারাক্ষণ
তোর স্মৃতিতে ডুবে থাকা তাহলে ভালোবাসি তোকে……
💚💚💚💚💚💚💚💚💚💚
bangla love sms for wife 2021
মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাসি তোমায় অনেক ভালো.
মিটি মিটি তারার মেলা, দেখবো তোমায় সারাবেলা.
নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারাজীবন…
Romantic Status : Status For Lover | Romantic Status
💚💚💚💚💚💚💚💚💚💚
টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি,
কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে,
মনটা নাচে ছন্দে উতলা আনন্দে,
জানু তোমার জন্য….
💚💚💚💚💚💚💚💚💚💚
যতো ভালবাসা পেয়েছি, তোমার কাছ থেকে।
দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে।
কি জানি, তোমার মধ্যে কি আছে।
কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥
💚💚💚💚💚💚💚💚💚💚
জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে.
মন চায় হারিয়ে যাই. কোনো এক দুর অজানায়.
যেখানে আকাশ মিশে হবে একাকার.
আর তুমি ”রাজকুমারী“ হবে শুধু আমার.
💚💚💚💚💚💚💚💚💚💚
চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়,
মন যে আমার সব সময় তোমার কথা কয়,
মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে ?
মন বলে এখন তোমার লেখা পড়ছে যে !
💚💚💚💚💚💚💚💚💚💚
ভালবাসা মানে আবেগের পাগলামি,,
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ।
ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,
ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা…
💚💚💚💚💚💚💚💚💚💚
True Love Quotes For Couples, Romantic Status
শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দাড়িয়ে,
হাত দুটো দাও বাড়িয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন।
বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ….
💚💚💚💚💚💚💚💚💚💚
তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙ্গে ছবি.
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি..
তুমি আমর নদীর মাঝে একটি মাত্র কূল,
তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল…
💚💚💚💚💚💚💚💚💚💚
bangla love sms for girlfriend 2021
Best Romantic Status Facebook+WhatsApp
দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভাসে.
কেউ কাঁদে কেউ হাঁসে, তাতে কি যায় আসে.
খুঁজে দেখো আশে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালবাসে…
💚💚💚💚💚💚💚💚💚💚
আমার শোকে ছড়িয়ে দিও ,
জবা ফুলের লাল,
বন্ধু আমি তোমার নিশী,
জাগবো চির কাল…
💚💚💚💚💚💚💚💚💚💚
বন্ধুত্ব হলো, হাত এবং চোখের মধ্যে সম্পর্কের মতন.
যখন হাতে কোনো আঘাত লাগে,
তখন চোখের অশ্রু ঝরে.
আবার, যখন চোখের অশ্রু ঝরে,
তখন হাত টা মুছে দেয়…
💚💚💚💚💚💚💚💚💚💚
রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা,
এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা..
বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত,
আমার কাছে তুই যে বন্ধু ..ওই আকাশের চাঁদ…..!
💚💚💚💚💚💚💚💚💚💚
সারা শহর খুঁজে বেড়াই,
তোমার যদি দেখা পাই,
চোখ বুজলেই তোমায় দেখি,
খুললে দেখি তুমি নাই…
💚💚💚💚💚💚💚💚💚💚
ভালোবাসার অর্থ কি?
বলতে পারিস??
ভালোবাসার অর্থ যদি হয়
সারাদিন তোকে মিস করা তাহলে ভালোবাসি তোকে…!!
ভালোবাসার অর্থ যদি হয় চোখ বুজলেই তোর
মুখটি আকাশের মতো ভেসে উঠা
তাহলে ভালোবাসি তোকে…!!
ভালোবাসার অর্থ যদি হয় সারাক্ষণ
তোর স্মৃতিতে ডুবে থাকা তাহলে ভালোবাসি তোকে……
1000+ Top {Romantic Status} for Girlfriend & Boyfriend
💚💚💚💚💚💚💚💚💚💚
মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো.
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা.
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন……
💚💚💚💚💚💚💚💚💚💚
ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।।
তোকে অনেক ভালবাসি…..
💚💚💚💚💚💚💚💚💚💚
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥
💚💚💚💚💚💚💚💚💚💚
একদিন দুজনে হাঁটব আবার উড়বে তোমার চুল,
একদিন শূন্য বাতাস ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল…
💚💚💚💚💚💚💚💚💚💚
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে,
আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়,
আমি তোমাকে চাই তোমার মত করে নয়,
আমার মত করে,
আমি তোমাকে চাই খনিকের জন্য
নয় চিরদিনের জন্য।
💚💚💚💚💚💚💚💚💚💚
তোমায় ভালোবাসা ছিলো
আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ ,
আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা।
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো,
আজ বললাম ও সারা জীবন বলবো।
💚💚💚💚💚💚💚💚💚💚
মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ,
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত..
সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!
💚💚💚💚💚💚💚💚💚💚
তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার,
কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥
তুমি আমার নাগালের বাইরে যেতে পার,
কিন্তূ আমার মন থেকে নয়॥
আমি তোমার কাছে কিছু না হতে পারি!
But তুমি আমার জীবনের সবকিছু॥
💚💚💚💚💚💚💚💚💚💚
দূর নীলিমায় নয়,
আছি তোমার পাশে,
খুজে দেখ আমায়,
পাবে হৃদয়ের মাঝে,
শুনবনা কোন গল্প,
গাইবো শুধু গান যে- গান-এ
আছে শুধু ভালোবাসার টান……”
Instagram Bangla Romantic Status
💚💚💚💚💚💚💚💚💚💚
তুমি আমার রঙিন স্বপ্ন,শিল্পীর রঙ্গে ছবি,
তুমি আমার চাঁদের আলো,সকাল বেলার রবি।
তুমি আমর নদীর মাঝে একটি মাত্র কূল,
তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল।
💚💚💚💚💚💚💚💚💚💚
Romantic Status for Whatsapp & Facebook