একটা প্রশ্ন নিজের ভেতর নিজেকে প্রতিনিয়ত কুকরে কুকরে খাচ্ছে প্রতিনিয়ত।
দিন শেষে আমার কী কেউ ছিলো??
প্রশ্নটার উত্তর মেলাতে পারিনা
কারন প্রশ্নটার উত্তর মেলাতে গেলেই চোখের সামনে ভেসে ওঠে পরিচিত মানুষের কিছু অপরিচিত চেহারা।
ভেসে ওঠে কিছু মানুষের বেইমানি, প্রতারনা, আর বিশ্বাস ঘাতকতা।
যেটা কখনোই তাদের কাছ থেকে আশা করিনি
আপন ভেবে যাদের বিশ্বাস করেছি ,
তারাই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে ধোকা দিয়েছিলো। আর আমাকে বোকা ভেবেছিল
কিন্তু তারা হয়তো জানে না আমি বোকা নয়। বিশ্বাসী ছিলাম।
আর কারো বিশ্বাস একবার ভেঙে গেলে হাজার চেষ্টা করেও আর জোরা লাগানো যায় না।
সবার বিপদে সবসময় নিজেকে বিলিয়ে দিতাম
কারন মানুষ গুলোকে আমি নিজের চাইতেও বেশি ভালোবাসতাম।
বিনিময়ে সবার কাছ থেকে শুধু অবহেলা পেতাম।
কারন এই সমাজে যেই মানুষটা সবার সাথে মিলে মিশে চলতে চায়।
এই সমাজ সেই মানুষটাকেই সস্তা উপাধি দিয়ে দেয়।
আর সেই মানুষটাকে অবহেলার পাত্র বানায়।
হুম,,,, আমিও সস্তা নই সবাইকে ভালোবাসতে চেয়েছিলাম।
কিন্তু সবার কাছ থেকে শুধু অবহেলা পেলাম।
শু সময়ে সবাইকে পাশে দেখতে পেতাম, কিন্তু দু:সময়ে নিজের ছায়াটা ছাড়া কাউকেই পাশে পাইনি।
হুম,,, আমি সবাইকে বন্ধু হিসেবে, আপন হিসেবে চেয়েছিলাম। কিন্তু আমাকে কেউ কখনোই চায়নি
তাইতো দিন শেষে কাউকেই পাশে পাইনি
হ্যা। পুরো দিন শেষে আমার আমিটাকে প্রশ্ন করে যাই
সেই মানুষ গুলো কি কখনোই ভালোবাসেনি আমায়??
সত্যিই প্রশ্ন টার উত্তর মেলা বড়োই দায়।
তবুও প্রশ্নটার উত্তর খুজেঁ যাই এখনো
দিন শেষে আমার কী কেউ ছিলো কখনো।???